EIIN : 105059; College Code : 3727

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ

Satkania Adarsha Mahila College

img02

Satkania Adarsha Mahila College

আমাদের কলেজে আপনাকে স্বাগতম

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া অঞ্চলের উচ্চতর নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ। ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় চালু ছিলো। ২০১৬ সালে কলেজটি ডিগ্রিস্তরে উন্নীত হয়। বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা, কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে বিএমটি শাখা এবং ডিগ্রি পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস(পাস) শাখা চালু রয়েছে। তাছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএস কোর্স প্রক্রিয়াধীন রয়েছে।