EIIN : 105059; College Code : 3727

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ

Satkania Adarsha Mahila College

Image

অধ্যক্ষ মহোদয়ের বাণী

শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং আর্থ- সামাজিক উন্নয়নের চাবিকাঠি। উন্নয়নকে গতিশীল ও টেকসয় করতে শিক্ষার কোনো বিকল্প নেই। এ মহৎ সত্যকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতকানিয়ার পিছিয়ে পড়া নারী সমাজকে শিক্ষা-দীক্ষায় আলোকিত করতে ১৯৯৩ সালে এলাকার বিদগ্ধজনেরা প্রতিষ্ঠিত করেছিলেন সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ। মাত্র ৭৬ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় কলেজটির পথচলা। হাঁটি-হাঁটি পা-পা করে বর্তমানে কলেজের শিক্ষার্থী প্রায় দুই সহস্রাধিক। ইতোমধ্যে  নারী শিক্ষার জন্য কলেজটি অত্র অঞ্চলের সব মানুষের বিশ্বস্ত ও প্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা  বোর্ডের অধীনে এ কলেজে  উচ্চ মাধ্যমিক পর্যায়ে চালু আছে  মানবিক,ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখা। কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে চালু আছে বিএমটি শাখা। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পর্যায়ে চালু রয়েছে বিএসএস(পাস) শাখা, বিএ, বিকম, বিএসসি, অনার্সসহ অন্যান্য শাখা প্রক্রিয়াধীন।

প্রতিষ্ঠালগ্ন হতে বিকিরিত জ্ঞানের আলোয় দীপ্যমান সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ অত্র অঞ্চলের অনগ্রসর নারী সমাজকে  জাগ্রত করে সঠিক পথের দিশা দিয়ে এসেছে। মনুষ্যত্ব ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নৈতিক গুনাবলীর অধিকারী  সুযোগ্য সৃজনশীল  নাগরিক সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।  

কলেজ প্রতিষ্ঠায়  ও এর অগ্রগতিতে যারা  অমূল্য অবদান রেখেছেন তাদের প্রতি পরম কৃতজ্ঞতা জানাই। শিক্ষাবান্ধব সরকার, সুযোগ্য গভর্নিং বডি, মেধাবী শিক্ষকমন্ডলী, কৃতী ছাত্রী, সচেতন অভিভাবক ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতায় এ শিক্ষা নিকেতনের সুনাম ও সাফল্যের ধারা অব্যাহত থাকুক মহান সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনা রইল। 

মুহাম্মদ রুহুল কাদের
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ